শেয়ারবাজারে লেনদেনের নতুন সময় নির্ধারণ

সময়: মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩ ৪:০৯:৩৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আসছে পবিত্র রমজান মাস উপলক্ষে শেয়ারবাজারে লেনদেনের নতুন সময় নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (২০ মার্চ) বিএসইসি সহকারী পরিচালক মো. মোসাব্বির আল আশিক স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

নতুন সময়সূচি অনুযায়ী রমজানে সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন চলবে।

আর ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন হবে। সে ক্ষেত্রে পোস্ট ক্লোজিং সেশন হবে ১টা ২০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত।

বর্তমানে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন অনুষ্ঠিত হয়। রমজানে পর আগের নিয়মেই চলবে লেনদেন বলে জানানো হয়েছে।

 

Share
নিউজটি ১৮০ বার পড়া হয়েছে ।
Tagged