শেয়ারবাজারে সপ্তাহের শেষ দিনে সর্বোচ্চ দর বেড়েছে ন্যাশনাল টি-র

সময়: বৃহস্পতিবার, মে ২২, ২০২৫ ৪:০৫:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৪টির শেয়ারদর বেড়েছে। দিনের লেনদেনে সবচেয়ে বেশি দর বেড়েছে ন্যাশনাল টি কোম্পানির, যা দিনের শীর্ষ গেইনার হিসেবে অবস্থান করে নিয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, এদিন ন্যাশনাল টি কোম্পানির শেয়ারের দাম ১৪ টাকা ৯০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি পাওয়া শেয়ারের তালিকায় শীর্ষে।

দ্বিতীয় সর্বোচ্চ দরবৃদ্ধি পেয়েছে সোনারগাঁও টেক্সটাইল। কোম্পানিটির শেয়ার ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

তৃতীয় অবস্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস, যার শেয়ারমূল্য ২ টাকা ৯০ পয়সা বা ৯.৭৩ শতাংশ বেড়েছে।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেঙ্গল ওয়াইনসর ৯.৭১ শতাংশ, এইচ আর টেক্সটাইল ৮.৬১ শতাংশ, এস আলম কোল্ড রোল ৭.১৪ শতাংশ, বিকন ফার্মা ৬.৩১ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিং ৫.৩৭ শতাংশ ,ওরিয়ন ফার্মা ৫.০৬ শতাংশ ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ৫.০০ শতাংশ দর বেড়েছে।

Share
নিউজটি ১৪৬ বার পড়া হয়েছে ।
Tagged