শেয়ারহোল্ডারদের জন্য সুখবর, সিভিও পেট্রোকেমিক্যাল দিচ্ছে ২০% ডিভিডেন্ড

সময়: রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৫:৩৩:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১১ শতাংশ ক্যাশ এবং ৯ শতাংশ বোনাস ডিভিডেন্ড হিসেবে শেয়ারহোল্ডারদের দেওয়া হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৮২ পয়সা, যেখানে আগের অর্থবছরে এটি ছিল ২ টাকা ৩৪ পয়সা। এ ছাড়া শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) বেড়ে হয়েছে ৭ টাকা ৬৫ পয়সা, যা গত বছর ছিল ২ টাকা ৭৭ পয়সা।

একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) পুনর্মূল্যায়নের পর দাঁড়িয়েছে ৩০ টাকা ২৯ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১০ ডিসেম্বর সকাল ১১টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। শেয়ারহোল্ডারদের সুবিধার্থে এজিএম হাইব্রিড পদ্ধতিতে (সরাসরি ও অনলাইন) আয়োজন করা হবে। ডিভিডেন্ড পাওয়ার যোগ্য বিবেচিত হওয়ার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ অক্টোবর ২০২৫।

গত কয়েক বছরে ধারাবাহিকভাবে লাভবান হওয়ায় কোম্পানির ডিভিডেন্ড নীতিতে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে, যা বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

Share
নিউজটি ৮৯ বার পড়া হয়েছে ।
Tagged