বিএসইসিতে যোগদান করলেন শিবলী রুবাইয়াত

শেয়ারবাজার উন্নয়নে ৩টি বিষয় বিশেষভাবে গুরুত্ব দেয়া হবে

সময়: রবিবার, মে ১৭, ২০২০ ৯:৫৮:৪২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের শিক্ষক অধ্যাপক শিবলী রুবাইয়াত-্উল-ইসলাম।
আজ রোববার (১৭ মে) তাকে এই পদে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থমন্ত্রণালয়। আর এর পরপরই তিনি বিএসইসিতে যোগ দেন।
বিকাল সাড়ে ৩টার দিকে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিএসইসিতে যান। বিএসইসির একমাত্র কমিশনার কামালুজ্জামান, নির্বাহী পরিচালক মাহমুবুল আলম এবং মোঃ সাইফুর রহমান তাকে ফুল দিয়ে স্বাগত জানান। তিনি ঘণ্টা দুয়েকের মতো সময় কাটান বিএসইসিতে।
প্রথম দিনে মূলত তিনি তাদের সঙ্গে পরিচিত হন। তবে এর ফাঁকেই তিনি তার কিছু ভাবনার কথা তুলে ধরেন। তিনি জানিয়েছেন, অন্যান্য দায়িত্বের পাশাপাশি তিনি অটোমেশন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের পুঁজিবাজারকে তুলে ধরা এবং সার্ভিল্যান্স ব্যবস্থাকে আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেবেন।
পরে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, তার প্রধান কাজ হবে পুঁজিবাজারকে তার মূল চরিত্রে প্রতিষ্ঠা করা। অর্থাৎ এই বাজারকে শিল্পায়নের জন্য দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রধান উৎসে পরিণত করা।
শিবলী রুবাইয়াত বলেন, ‘বাংলাদেশে বেশি কাজ হয় অর্থ বাজার নিয়ে। সে তুলনায় পুঁজিবাজার নিয়ে কাজ হয়েছে কমই। অথচ দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য এই বাজারই হচ্ছে আসল জায়গা। পুঁজিবাজারের মূল চরিত্র বা প্রধান ভূমিকা যে শিল্পায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থা করা-এই ধারণাটিকে প্রতিষ্ঠা করা জরুরি। তাহলেই এই বাজার তার প্রাপ্য গুরুত্বটুকু পাবে।
উল্লেখ, গত ১৪ মে বিএসইসির সর্বশেষ চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের মেয়াদ শেষ হয়েছে। তিনি ২০১১ সালের ১৫ মে প্রথম তিন বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে দুই দফায় তার মেয়াদ বাড়ানো হয়।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৪৪ বার পড়া হয়েছে ।
Tagged