শোকজের কবলে দুই কোম্পানি

সময়: সোমবার, মার্চ ৩, ২০২৫ ৪:০৪:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে দর বৃদ্ধির কারণে কোম্পানি দুইটিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানি দুইটি হলো- আরএসআরএম স্টিল এবং এস আলম কোল্ড রোল্ড স্টিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওই দুই কোম্পানির শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে কোম্পানি দুইটির কর্তৃপক্ষকে তদন্ত নোটিশ পাঠিয়েছে ডিএসই। ডিএসইর তদন্তের প্রেক্ষিতে ওই দুই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, অস্বাভাবিক হারে দর বাড়ার কোন মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই। অর্থাৎ কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই ওই দুই কোম্পানির শেয়ার দর এভাবে বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, রতনপুর স্টিলের গত ১২ ফেব্রুয়ারি শেয়ার দর ছিল ৯.৪ টাকায়। যা ২ মার্চ লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৩.৬ টাকায়। অর্থাৎ ১৩ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৪.২ টাকা বা ৪৫ শতাংশ।

এদিকে, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের গত শেয়ার দর ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ছিল ১০ টাকা ৭০ পয়সা। ২৭ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ২৩ টাকা ৬০ পয়সা উন্নীত হয়েছে।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

Share
নিউজটি ১৯৩ বার পড়া হয়েছে ।
Tagged