শোকজের কবলে ২ কোম্পানি

সময়: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ১১:৪৬:৫১ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শোকজের কবলে ২ কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- লাভেলো আইসক্রিম এবং এস্কয়ার নিট। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানি ২টির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি কোম্পানিগুলোর কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছে ডিএসই।

ডিএসইর চিঠির জবাবে কোম্পানি ২টির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানি দুইটির শেয়ার দর অস্বাভাবিক হারে বেড়েছে।

গত ২৯ জানুয়ারি লাভেলো আইসক্রিমের শেয়ার প্রতি দর ছিল ২৯ টাকা ৮০ পয়সা। গত ১৮ ফেব্রুয়ারি শেয়ার প্রতি দর বেড়ে দাঁড়িয়েছে ৫১ টাকা ৯০ পয়সায়। মাত্র ১৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২২ টাকা ১০ পয়সা।

এস্কয়ার নিটের গত ১৮ ফেব্রুয়ারি শেয়ার প্রতি দর ছিল ২৩ টাকা ৫০ পয়সা। গত রোববার ২৫ ফেব্রুয়ারি শেয়ার প্রতি দর বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকা ৩০ পয়সায়। মাত্র ৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬ টাকা ৮০ পয়সা।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

 

Share
নিউজটি ৩১ বার পড়া হয়েছে ।
Tagged