সন্ধানী লাইফের আর্থিক প্রতিবেদন প্রকাশ

সময়: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১, ২০২২ ১২:৩৪:৫৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ৩০ জুন,২০২২ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে ্ তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২২) ২৫ কোটি ২৩ লাখ হাজার টাকার প্রিমিয়াম আহরণ করেছে কোম্পানিটি। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১০ কোটি ৪০ লাখ টাকা।

একই সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৭০০ কোটি ১৮ লাখ টাকা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৭৫০ কোটি ৫৪ লাখ টাকা।

এদিকে, প্রথম দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন,২২) কোম্পানিটির ৫৬ কোটি ২ লাখ টাকা প্রিমিয়াম আয় হয়েছে। আর লাইফ ফান্ডের পরিমাণ দাড়িয়েছে ৭০০ কোটি ১৮ লাখ টাকা।

আগের বছর একই সময় কোম্পানির প্রিমিয়াম আয় ছিল ৪৬ কোটি ৮৬ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৭৫০ কোটি ৫৪ লাখ টাকা।

 

Share
নিউজটি ১৮১ বার পড়া হয়েছে ।
Tagged