সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহজুড়ে ইতিবাচক ধারায় লেনদেন

সময়: শনিবার, জানুয়ারি ২০, ২০২৪ ১২:০১:৩৩ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সপ্তাহজুড়ে (১৪-১৮ জানুয়ারি’২০২৪) ইতিবাচক ধারায় লেনদেন হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক্ এক্সচেঞ্জে (ডিএসই)। বিদায়ী সপ্তাহে লেনদেন হওয়া ৫ কার্যদিবসের মধ্যে টানা প্রথম ৪দিনই সূচক উর্ধ্বমুখী ছিল। শেষ কার্যদিবসে দর সংশোধনে সূচক ও লেনদেন কমেছে। এর ফলে সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন ও বাজার মূলধন বেড়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫.০৬ পয়েন্ট বা ০.৫৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩৬.৭৬ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১২.৩৭ পয়েন্ট বা ০.৯০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৮৮.২৯ পয়েন্টে ।

এছাড়া, ডিএসই-৩০ সূচক ১১.৮০ পয়েন্ট বা ০.৫৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১২৯.৭১ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৯৪টি, কমেছে ৮৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২০৯টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৮ কোটি ৩৩ লাখ ৫২ হাজার ৯৩৯টি শেয়ার ৮ লাখ ৭২ হাজার ৩২২বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৬৩৭ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ১৯৭ কোটি ৮৬ লাখ ১০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ হাজার ৪৩৯ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা বা ৬৫.৪৯ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৮৬ হাজার ১৯৮ কোটি ৭২লাখ ২২ হাজার ২০৬ টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮৭ হাজার ৯০৪ কোটি ৭৮ লাখ ৫২ হাজার ৯১১ টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৭০৬ কোটি ৬ লাখ ৩০ হাজার ৭০৫ টাকা বা ০.২২ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪১.২২ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮০৬.৩৬ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ৮৫.৭৩ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৪৭.৫৯ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ৮.৭৮ পয়েন্ট বা ০.৬৭ শতাংশ এবং সিএসআই সূচক ১২.৫৩ পয়েন্ট বা ১.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ৩১৩.৫৩ পয়েন্টে এবং এক হাজার ১৯৭.৫১ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ৩৫.৩৮ পয়েন্ট বা ০.২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪২২.৯৩ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৮৬টি, কমেছে ৬৮টি এবং অপরিবর্তিত রয়েছে ১৩৫টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৩ কোটি ১৩ লাখ ৫২ হাজার ২৭৬ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৪ কোটি ৩ লাখ ৫২ হাজার ৯৫০ টাকার।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৯ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৩২৫ টাকা বা ৫৬.১১ শতাংশ বেড়েছে।

Share
নিউজটি ৮৯ বার পড়া হয়েছে ।
Tagged