নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৮-২২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানির শেয়ারদরে বড় ধরনের পতন ঘটেছে। সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি দর হারিয়েছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড।
সপ্তাহজুড়ে ফান্ডটির শেয়ারদর কমেছে ১৪.৬৩ শতাংশ। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যেখানে এর দর ছিল ৪ টাকা ১০ পয়সা, বিদায়ী সপ্তাহের শেষে তা নেমে এসেছে ৩ টাকা ৫০ পয়সায়। এক সপ্তাহে দর কমেছে ৬০ পয়সা।
দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এপিএসসিএল বন্ড, যার দর সপ্তাহের ব্যবধানে কমেছে ৪৩৫ টাকা ৫০ পয়সা বা ১৪.৩৪ শতাংশ। আগের সপ্তাহে এর দাম ছিল ৩০৫৮ টাকা ৫০ পয়সা, যা বিদায়ী সপ্তাহে নেমে এসেছে ২৬২৩ টাকায়।
তৃতীয় স্থানে রয়েছে বিজিআইসি (BGIC)। প্রতিষ্ঠানটির শেয়ারদর ১৩.৩৫ শতাংশ কমে ৩৫ টাকা ৩০ পয়সা থেকে ৩০ টাকা ৫০ পয়সায় নেমে এসেছে, অর্থাৎ দর কমেছে ৪ টাকা ৮০ পয়সা।
এছাড়াও সাপ্তাহিক দরপতনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও যেসব কোম্পানি রয়েছে:
এনআরবি ব্যাংক – দর কমেছে ১১.৯০%
প্রগতি ইন্স্যুরেন্স – দর কমেছে ১০.৬১%
আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড – দর কমেছে ১০%
ইউনাইটেড ফাইন্যান্স – দর কমেছে ৯.৭৭%
এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড – দর কমেছে ৮.৫১%
ইউসিবি ব্যাংক – দর কমেছে ৮.১৮%
এবিবিএলপি বন্ড – দর কমেছে ৭.৪৭%