সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির

সময়: শুক্রবার, জুন ২৮, ২০২৪ ৯:২৬:৫৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৩-২৭ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- রেনেটা, ইউনিলিভার কনজুমার, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ক্যাপিটেক গ্রোথ ফান্ড, ন্যাশনাল ব্যাংক, ফাইন ফুডস, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংক এবং আলিফ ইন্ডাস্ট্রিজ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ৩৪১ কোটি ৩৭ লাখ ৯০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি রেনেটার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ১১১ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৭৬৫ টাকা ৯০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ ইউনিলিভার কনজুমারের ৭৪ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২ হাজার ৯১৪ টাকা ১০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৩১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৮৫ টাকা ৯০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২৩ কোটি ৬০ লাখ টাকা, ক্যাপিটেক গ্রোথ ফান্ডের ২২ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংকের ২২ কোটি ৫১ লাভ ৮০ হাজার টাকা, ফাইন ফুডসের ২১ কোটি ৮২ লাখ ২০ হাজার টাকা, প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ১১ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকা, ইসলামী ব্যাংকের ১১ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকা এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ১১ কোটি ৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ৫ বার পড়া হয়েছে ।
Tagged