সপ্তাহজুড়ে মিডল্যান্ড ব্যাংকের সর্বোচ্চ দরবৃদ্ধি

সময়: শুক্রবার, মে ৩০, ২০২৫ ২:৫০:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২৪ থেকে ২৯ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দরবৃদ্ধি হয়েছে মিডল্যান্ড ব্যাংকের শেয়ারে। ডিএসইর প্রকাশিত সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ব্যাংকিং খাতের এই নতুন কোম্পানিটি বাজারে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

সপ্তাহজুড়ে মিডল্যান্ড ব্যাংকের শেয়ারমূল্য বেড়েছে ১৩.৩৯ শতাংশ। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি শেয়ারের দর ছিল ২৩ টাকা ৯০ পয়সা, যা এক সপ্তাহের ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছে ২৭ টাকা ১০ পয়সায়। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারে ৩ টাকা ২০ পয়সা লাভ করেছেন।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ১১.৮৭ শতাংশ বেড়ে ২০৩ টাকা ৯০ পয়সা থেকে উঠে দাঁড়িয়েছে ২২৮ টাকা ১০ পয়সায়, যা প্রতি শেয়ারে ২৪ টাকা ২০ পয়সা বৃদ্ধির ইঙ্গিত দেয়।

তৃতীয় অবস্থানে রয়েছে নাহি অ্যালুমিনিয়াম। এর শেয়ারমূল্য এক সপ্তাহে ১১.৪৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৮ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে হয়েছে ২০ টাকা ৪০ পয়সা। এতে প্রতি শেয়ারে ২ টাকা ১০ পয়সা মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে এসআলম কোল্ড রোল্ডের ৯.৭৪ শতাংশ, আইসিবির ৯.৬৪ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ৮.৬৪ শতাংশ, এটলাস বিডির ৮.৬৪ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৭.৬৪ শতাংশ, ফারইস্ট ফ্যান্সের ৭.৩২ শতাংশ এবং রেনউইক যজেনশ্বরের ৭.০৭ শতাংশ।

Share
নিউজটি ১৪৬ বার পড়া হয়েছে ।
Tagged