সপ্তাহজুড়ে টাকার লেনদেনের শীর্ষে বেক্সিমকো

সময়: শনিবার, আগস্ট ২১, ২০২১ ৬:২৯:২০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহে (১৬-১৯আগস্ট) যে দশ কোম্পানি টাকার অংকে লেনদেনের শীর্ষে ছিল সেগুলো হল-বেক্সিমকো, আইএফসি ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, লাফার্জ হোলসিম, ওরিয়ন ফার্মা, সাইফ পাওয়ার, মালেক স্পিনিং, কেয়া কসমেটিক, এবি ব্যাংক এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স লিমিটেড। ডিএসসি সূত্রে জানা যায়।

জানা যায়, গত সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকায় শীর্ষে ১ নম্বরে অবস্থান করছে বেক্সিমকো। সপ্তাহজুরে ডিএসইতে ‘এ‘ ক্যাটাগরির কোম্পানিটির মোট ৫ কোটি ১৪ লাখ ৬২ হাজার ৪৩৩ টি শেয়ার লেনদেন হয়েছে যার বাজার মূল্য ৫৪২ কোটি ৩৬ লাখ ৪০ হাজার টাকা।

গত সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকায় শীর্ষে ২ নম্বরে অবস্থান করছে আইএফআইসি ব্যাংক। সপ্তাহজুরে ডিএসইতে ‘এ‘ ক্যাটাগরির কোম্পানিটির মোট ১৯ কোটি ৭০ লাখ ৬৯ হাজার ৬২৮ টি শেয়ার লেনদেন হয়েছে যার বাজার মূল্য ৩৩৪ কোটি ৪৮ লাখ ৪৭ হাজার টাকা।

গত সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকায় শীর্ষে ৩ নম্বরে অবস্থান করছে লঙ্কাবাংলা ফাইন্যান্স। সপ্তাহজুরে ডিএসইতে ‘এ‘ ক্যাটাগরির কোম্পানিটির মোট ৮ কোটি ৩ লাখ ৮৪ হাজার ৭৩০ টি শেয়ার লেনদেন হয়েছে যার বাজার মূল্য ৩২৩ কোটি ৫১ লাখ ১৮ হাজার টাকা।

গত সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকায় শীর্ষে ৪ নম্বরে অবস্থান করছে লাফার্জ হোলসিম। সপ্তাহজুরে ডিএসইতে ‘এ‘ ক্যাটাগরির কোম্পানিটির মোট ২ কোটি ৭৫ লাখ ৮৯ হাজার ৭৩ টি শেয়ার লেনদেন হয়েছে যার বাজার মূল্য ১৯২ কোটি ৮৬ লাখ ২৭ হাজার টাকা।

গত সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকায় শীর্ষে ৫ নম্বরে অবস্থান করছে ওরিয়ন ফার্মা। সপ্তাহজুরে ডিএসইতে ‘এ‘ ক্যাটাগরির কোম্পানিটির মোট ২ কোটি ৩৮ লাখ ৩৩ হাজার ৭ টি শেয়ার লেনদেন হয়েছে যার বাজার মূল্য ১৭০ কোটি ৩২ লাখ ৮১ হাজার টাকা।

গত সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকায় শীর্ষে ৬ নম্বরে অবস্থান করছে সাইফ পাওয়ার। সপ্তাহজুরে ডিএসইতে ‘এ‘ ক্যাটাগরির কোম্পানিটির মোট ৫ কোটি ৫১ লাখ ৭৫ হাজার ২৪২ টি শেয়ার লেনদেন হয়েছে যার বাজার মূল্য ১৬৯ কোটি ১৪ লাখ ৬৯ হাজার টাকা।

গত সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকায় শীর্ষে ৭ নম্বরে অবস্থান করছে মালেক স্পিনিং। সপ্তাহজুরে ডিএসইতে ‘এ‘ ক্যাটাগরির কোম্পানিটির মোট ৪ কোটি ৩ লাখ ৭৮ হাজার ৬৪ টি শেয়ার লেনদেন হয়েছে যার বাজার মূল্য ১৫৩ কোটি ৬৮ লাখ ৭৬ হাজার টাকা।

গত সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকায় শীর্ষে ৮ নম্বরে অবস্থান করছে কেয়া কসমেটিকস। সপ্তাহজুরে ডিএসইতে ‘বি‘ ক্যাটাগরির কোম্পানিটির মোট ১৩ কোটি ৭০ লাখ ৯৬ হাজার ৮০৩ টি শেয়ার লেনদেন হয়েছে যার বাজার মূল্য ১৪২ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকা।

গত সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকায় শীর্ষে ১০ নম্বরে অবস্থান করছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স। সপ্তাহজুরে ডিএসইতে ‘এ‘ ক্যাটাগরির কোম্পানিটির মোট ১ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার ৫১৮ টি শেয়ার লেনদেন হয়েছে যার বাজার মূল্য ১৩৬ কোটি ১৬ লাখ ৩৯ হাজার টাকা।

গত সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকায় শীর্ষে ৮ নম্বরে অবস্থান করছে কেয়া কসমেটিকস। সপ্তাহজুরে ডিএসইতে ‘বি‘ ক্যাটাগরির কোম্পানিটির মোট ১৩ কোটি ৭০ লাখ ৯৬ হাজার ৮০৩ টি শেয়ার লেনদেন হয়েছে যার বাজার মূল্য ১৪২ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৫৮ বার পড়া হয়েছে ।
Tagged