সপ্তাহজুড়ে ডিএসই’র বেড়েছে পিই রেশিও ০.০৬ পয়েন্ট

সময়: শনিবার, আগস্ট ২১, ২০২১ ৬:২২:৪৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৬-১৯ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.০৬ পয়েন্ট বা ০.৩১ শতাংশ বেড়েছে। গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৯.৬৫ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৯.৭১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, পিই রেশিও বিবেচনায় কোম্পানিগুলোর বিনিয়োগ ঝুঁকি নির্ধারণ করা হয়। যে কোম্পানির পিই রেশিও যত বেশি সে কোম্পানিটি বিনিয়োগের জন্য তত ঝুঁকিপূর্ণ। সাধারণ পিই রেশিও ৪০ পয়েন্ট পর্যন্ত স্বাভাবিক ধরা হয়ে থাকে। এর বেশি গেলেই ঝুঁকিপূর্ণ ধরা হয়। সে হিসেবে গত সপ্তাহে খাতভিত্তিক পিই রেশিও বিবেচনায় সবচেয়ে ভালো অবস্থানে ছিল ব্যাংক খাত। সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৭৩ পয়েন্টে।

বিনিয়োগ উপযোগী পিই রেশিও থাকা অন্য খাতগুলোর মধ্যে- বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১২.৫৯ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতের ১৯.৭৭ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৫.৫৩ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১৩.৮১ পয়েন্টে, বীমা খাতের ২১.৭০ পয়েন্টে, বিবিধ খাতের ৩১.৫৭ পয়েন্টে, খাদ্য খাতের ৩২.৫৩ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৬.৭৩ পয়েন্টে, সেবা ও াবাসন খাতের ২৫.৬২ পয়েন্টে, সিরামিক খাতের ৩৫.৩১ পয়েন্টে এবং তথ্যপ্রযুক্তি খাতের ২৯.৬৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে, বিনিয়োগ ঝুঁকিপূর্ণ পিই রেশিও থাকা খাতগুলোর মধে- বস্ত্র খাতের ৪১.৩৫ পয়েন্টে, চামড়া খাতের ২৮৬.৮৭ পয়েন্টে, আর্থিক খাতের ১৫৫.২৮ পয়েন্টে, , ভ্রমণ ও অবকাশ খাতের ১১৫.৪১ পয়েন্টে, পেপার খাতের ৪৮.২৮ পয়েন্টে এবং পাট খাতের পিই (-) ৩৭.৭৪ পয়েন্টে অবস্থান করছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৭১ বার পড়া হয়েছে ।
Tagged