ব্লক মার্কেট

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৭৬ কোটি টাকার লেনদেন

সময়: শনিবার, অক্টোবর ২৬, ২০১৯ ৪:৩৬:৩৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গত সপ্তাহে ব্লক মার্কেটে ৩২ কোম্পানির শেয়ার লেনদেনে হয়েছে। এসব কোম্পানির ১ কোটি ৭৩ লাখ ৪৬ হাজার ২১৫টি শেয়ার হাত বদল হয়েছে। টাকার অঙ্কে মোট বাজার মূল্য ছিল ৭৬ কোটি ৪৯ লাখ ৪৩ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগের সপ্তাহে ২৫ কোম্পানির ১ কোটি ৫৭ লাখ ৫ হাজার ৭৫১টি শেয়ার হাত বদল হয়েছিল। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬৩ কোটি ৪১ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ব্লক মার্কেটে ২১ কোটি ৭৫ লাখ ৭৬ হাজার টাকা বা ৫২ শতাংশ লেনদেন বেড়েছে।
১ম কার্যদিবসে ৪৯ লাখ ৮ হাজার শেয়ার ৭ বার হাত বদল হয়েছে। টাকার অঙ্কে এগুলোর মোট মূল্য ছিল ২১ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার টাকা।
২য় কার্যদিবসে ৪২ লাখ ১ হাজার ৫৩০টি শেয়ার ২৭ বার হাত বদল হয়েছে। টাকার অঙ্কে এগুলোর মোট মূল্য ছিল ২৫ কোটি ১৪ লাখ ৩৬ হাজার টাকা।
৩য় কার্যদিবসে ১৪ লাখ ৩ হাজার ১০০টি শেয়ার ১১ বার হাত বদল হয়েছে। টাকার অঙ্কে এগুলোর মোট মূল্য ছিল ৪ কোটি ৬৬ লাখ ২৪ হাজার টাকা।
৪র্থ কার্যদিবসে ২৬ লাখ ৫৭ হাজার ৫০০টি শেয়ার ৬ বার হাত বদল হয়েছে। টাকার অঙ্কে এগুলোর মোট মূল্য ছিল ৬ কোটি ৫৩ লাখ ২৩ হাজার টাকা।
৫ম কার্যদিবসে ৪৪ লাখ ৭১ হাজার ৪১৬টি শেয়ার ১৯ বার হাত বদল হয়েছে। টাকার অঙ্কে এগুলোর মোট মূল্য ছিল ১৮ কোটি ৭৮ লাখ ১১ হাজার টাকা।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ডের। দ্বিতীয় সর্বোচ্চ ১১ কোটি টাকার লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার এবং তৃতীয় সর্বোচ্চ ১০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে আইডিএলসি ফাইন্যান্সের।
এছাড়া ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে-এমারেল্ড অয়েল, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, বঙ্গজ, অ্যাডভেন্ট ফার্মা, গ্রামীণফোন, ড্যাফোডিল কম্পিউটার্স, ন্যাশনাল টিউবস, সিটি ব্যাংক, কপারটেক ইন্ডাস্ট্রিজ, বিকন ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইনটেক লিমিটেড, ইন্ট্রাকো রিফুয়েলিং, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ন্যাশনাল পলিমার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, ইউসিবি, রেনেটা, রূপালী ইন্স্যুরেন্স, ইউনাইটেড পাওয়ার, আইপিডিসি, কর্ণফুলী ইন্স্যুরেন্স, নাভানা সিএনজি, যমুনা ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪২৪ বার পড়া হয়েছে ।
Tagged