সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহজুড়ে সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

সময়: শনিবার, মার্চ ১১, ২০২৩ ৪:১৬:২১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সপ্তাহজুড়ে সূচকের উত্থানে লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। একই সঙ্গে বেড়েছে বাজার মূলধন।

তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট অপরিবর্তিত রয়েছে উভয় শেয়ারবাজারে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৬০ দশমিক ১৮ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই৩০ সূচক ১০ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৬ দশমিক ৯৭ পয়েন্টে।

এছাড়া শরিয়াহ সূচক ডিএসইএস ৫ দশমিক শূন্য ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬২ দশমিক ৩৩ পয়েন্টে।

গত সপ্তাহে ডিএসইতে ৪০০টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৫টির এবং দর কমেছে ২৩টির।

এছাড়া, দর অপরিবর্তিত রয়েছে ২২৫টি এবং লেনদন হয়নি ১৭টি কোম্পানির শেয়ার।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৫৮৪ কোটি ৯৭ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৯৩ কোটি ৯৩ লাখ টাকা।

অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৭৯১ কোটি ৪ লাখ টাকা বা ৪৪ দশমিক ১০ শতাংশ।

ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৬৪৬ কোটি ২৪ লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৩৫৮ কোটি ৭৮ লাখ টাকা।

গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৫ হাজার ৫৯১ কোটি ৫৯ লাখ টাকায়।

এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৬৩ হাজার ১১৫ কোটি ৪৯ লাখ টাকায়।

অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে দুই হাজার ৪৭৬ কোটি ১০ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে একটি বাদে বাকী পাঁচ ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়।

এক সপ্তাহে ব্যবধানে প্রধান সূচক সিএএসপিআই দশমিক ৯১ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৪৫০ দশমিক ১৫ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে- সিএসই৩০ সূচক দশমিক ৩৭ শতাংশ এবং সিএসইসিএক্স সূচক দশমিক ৮৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ১৩ হাজার ৩৫২ দশমিক ৭৮ পয়েন্টে, ১১ হাজার ৫৯ দশমিক ৯১ পয়েন্টে।

এদিকে, সিএসআই সূচক দশমিক ৫৬ শতাংশ এবং সিএসই এসএমইএক্স ৩ দশমিক ৮৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ১ হাজার ১৬১ দশমিক ২১ পয়েন্টে এবং ১ হাজার ৬৫৯ দশমিক ৯১ পয়েন্টে।

এছাড়া সিএসই৫০ সূচক দশমিক শূন্য ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩২৩ দশমিক ৯২ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে সিএসইতে ২৭০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়।

এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৩টির, দর কমেছে ১১টির ও অপরিবর্তিত রয়েছে ১৩৬টি কোম্পানির।

গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৮ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৩০ লাখ টাকা।

অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১৯ কোটি ৭৮ লাখ টাকা বা ৪৫ দমমিক ৬৮ শতাংশ।

গত সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৫২ হাজার ৫১ কোটি ৭১ লাখ টাকায়।

এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৪৮ হাজার ৮২৭ কোটি ৬ লাখ টাকায়।

অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ২২৪ কোটি ৬৫ লাখ টাকা।

Share
নিউজটি ১৪৩ বার পড়া হয়েছে ।
Tagged