সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

সময়: শনিবার, অক্টোবর ১৫, ২০২২ ১:০৩:৩৬ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহ (১০-১৩ অক্টোবর) সূচকের পাশাপাশি লেনদেন কমেছে কমেছে দেশের শেয়ারবাজারে। তবে লেনদেন অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। সপ্তাহটিতে শেয়ারবাজারে ফিরেছে আড়াই লাখ কোটি টাকার বেশি বাজার মূলধন।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭২.২৬ পয়েন্ট বা ১.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৯৪.২৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২৩.৭৮ পয়েন্ট বা ১.৬৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫৩.৫১ পয়েন্ট বা ২.২৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪১৯.৭০ পয়েন্টে এবং দুই হাজার ৩০৮.০৬ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ২১ হাজার ৬৭৬ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ৬৯২ টাকায়।। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭৩ হাজার ৯৩৯ কোটি ৫৮ লাখ ০৭ হাজার ৫৪১ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন দুই লাখ ৫২ হাজার ২৬৩ কোটি ১২ লাখ ৪৪ হাজার ৮৪৯ টাকা বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ৮৩২ কোটি ৯২ লাখ ২৫ হাজার ৪২৯ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ২৭৮ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৪৯৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনে ৪৪৫ কোটি ২৫ লাখ ৫৫ হাজার ০৬৯ টাকা কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০১টির বা ২৬.২৩ শতাংশের, কমেছে ১১৮টির বা ৩০.৬৫ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৬৬টির বা ৪৩.১২ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৩ কোটি ১৭ লাখ ৯৯ হাজার ৪৪৭ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮৯ কোটি ১৯ লাখ ৯১ হাজার ৪২৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৬ কোটি ০১ লাখ ৯১ হাজার ৯৭৮ টাকা কমেছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২১.৬৯ পয়েন্ট বা ১.১৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ১১০.৯১ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৩৫.০১ পয়েন্ট বা ১.১৬ শতাংশ, ডিএসই-৩০ সূচক ৮৫.০৪ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ, ডিএসই-৫০ সূচক ২৬.৮৪ পয়েন্ট বা ১.৯১ শতাংশ এবং সিএসআই সূচক ২৪.৮৬ পয়েন্ট বা ১.৯৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৪৫৪.১৬ পয়েন্টে, ১৩ হাজার ৩৭৯.৩১ পয়েন্টে, এক হাজার ৩৭৬.৭৭ পয়েন্টে এবং এক হাজার ২৩০.৮২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭১টির বা ২২.৬৮ শতাংশের দর বেড়েছে, ১০৮টির বা ৩৪.৫০ শতাংশের কমেছে এবং ১৩৪টির বা ৪২.৮২ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

 

Share
নিউজটি ১৫৯ বার পড়া হয়েছে ।
Tagged