সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহশেষে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

সময়: বৃহস্পতিবার, অক্টোবর ৭, ২০২১ ৬:২৬:২১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের শেয়ারবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। তবে এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাত হাজার ৩৪২.৯৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৪৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২০.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫৯৫.৭৮ পয়েন্টে এবং দুই হাজার ৭৬৭.৩৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২১৮টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

ডিএসইতে আজ ৫৭ কোটি ২০ লাখ ৫৩ হাজার ১২৬টি শেয়ার ৩ লাখ ১৪ হাজার ৬২৮বার হাতবদল হয়, যার বাজারমুল্য দুই হাজার ৪৯৭ কোটি ২০ লাখ ৪৬ হাজার ৯১ টাকা ১০ পয়সা। যা আগের কার্যদিবস থেকে ১৮৪ কোটি ৬ লাখ টাকা কম। এদিন ডিএসইর বাজার মূলধন ৫ লাখ ৮২ হাজার ১২৪ কোটি ২৭ লাখ ৮৮ হাজার ১০৮ টাকা ৯২ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৮.৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১ হাজার ৪৫১.৯৮ পয়েন্টে। সিএসইতে আজ লেনদেন অংশ নেয়া প্রতিষ্ঠানের মধ্যে ১৫৮টির দর বেড়েছে, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। সিএসইতে এদিন ২ কোটি ৭৮ লাখ ২ হাজার ১৯২টি শেয়ার ২৮ হাজার ২৯৭বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১০৭ কোটি ১৫ লাখ ৩২ হাজার ৫৮১ টাকা। এদিন আজ সিএসইর বাজার মূলধন ছিল ৮৪ হাজার ৯৩৭ কোটি ৭ লাখ ৪১ হাজার ৯১০ টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৬৫ বার পড়া হয়েছে ।
Tagged