সপ্তাহিক লুজারে ‘এ’ ক্যাটাগরির ৫ প্রতিষ্ঠান

সময়: শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০১৯ ৩:৫৫:৪৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহশেষে টপটেন লুজার বা দর পতনের শীর্ষে নেমে গেছে ‘এ‘ ক্যাটাগরির ৭টি প্রতিষ্ঠান। ‘এ’ ক্যাগরির কোম্পানিগুলো হলো : ইউনাইটেড পাওয়ার, ভিএফএস থ্রেড ডায়িং, এমএল ডায়িং, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। এসব প্রতিষ্ঠানের মধ্যে তিনটি ছিল বস্ত্র খাতের কোম্পানি। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, ১৭ দশমিক ৩৯ শতাংশ দর কমে তালিকার শীর্ষে ছিল ‘এ’ ক্যাটাগরির ইউনাইটেড পাওয়ার। কোম্পানিটি সর্বশেষ ৩২১ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩২ কোটি ১২ লাখ ৮৪ হাজার টাকা লেনদেন হয়েছে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৩ লাখ ২১ হাজার টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ‘এ’ ক্যাটাগরির ভিএফএস থ্রেড ডায়িং। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ১৭ শতাংশ। প্রতিটি শেয়ার সর্বশেষ ২৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে সর্বমোট ২৩ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকা লেনদেন হয়েছে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৭৫ লাখ ৮৮ হাজার টাকা।

‘এ’ ক্যাটাগরির এমএল ডায়িং রয়েছে লুজারের তৃতীয় স্থানে। সপ্তাহজুড়ে দর কমেছে ১৬ দশমিক ৫৪ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ২২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটির সর্বমোট ১ কোটি ১৪ লাখ ৯৯ হাজার টাকা লেনদেন হয়েছে। যা গড়ে প্রতিদিন ২৮ লাখ ৭৪ হাজার ৭৫০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো গ্লোবাল ইন্স্যুরেন্স, আরামিট সিমেন্ট, ফনিক্স ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, নর্দার্ন জুট, সিলকো ফার্মা, কপারটেক ইন্ডাস্ট্রিজ ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৫০ বার পড়া হয়েছে ।
Tagged