সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহের শুরুতে শেয়ারবাজারে মুনাফা গ্রহণ, সূচকের সামান্য পতন

সময়: রবিবার, জুলাই ১৩, ২০২৫ ৭:৩৬:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: টানা ছয় কার্যদিবসের ঊর্ধ্বমুখী প্রবণতার পর দেশের শেয়ারবাজারে নতুন সপ্তাহের শুরুটা হয়েছে সূচকের সামান্য দর সংশোধনের মধ্য দিয়ে। আজ রোববার (১৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৬ দশমিক ৪৩ পয়েন্টে। যদিও সূচকের সামান্য পতন ঘটেছে, তবে বাজারে লেনদেন ও অংশগ্রহণের ধারা ছিল মোটামুটি ইতিবাচক।

বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনের শুরুতে সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও কিছুক্ষণ পর তা নিম্নমুখী হয়ে পড়ে। পরে আবার সূচক ঘুরে দাঁড়িয়ে এক পর্যায়ে ঊর্ধ্বমুখী হয়। দিনের শেষভাগে স্বাভাবিক ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।

আজ ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ২.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৩ দশমিক ০৬ পয়েন্টে। অপরদিকে, ডিএসই-৩০ সূচক সামান্য ০.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০৮ দশমিক ৫৭ পয়েন্টে।

ডিএসইতে আজ মোট ৪০২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির দর। দিনশেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৬৫ কোটি ৯৯ লাখ টাকার, যা আগের কার্যদিবসের (১১ জুলাই) তুলনায় প্রায় ১৩ কোটি টাকা কম। আগেরদিন লেনদেন হয়েছিল ৬৭৯ কোটি ২ লাখ টাকার।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও টাকার অঙ্কে লেনদেন কমেছে। আজ সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৫৯ লাখ টাকার, যা আগেরদিনের ১৪ কোটি ৭১ লাখ টাকার তুলনায় অনেকটাই কম। লেনদেনে অংশ নিয়েছে ২১৫টি কোম্পানি, যার মধ্যে ১০৫টির দর বেড়েছে, ৮০টির দর কমেছে এবং ৩০টির দর অপরিবর্তিত ছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আজ ৫৭.৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৩৬ দশমিক ১০ পয়েন্টে। আগের কার্যদিবসে এই সূচক বেড়েছিল ১২১.৮৬ পয়েন্ট।

বিশ্লেষকদের মতে, টানা ঊর্ধ্বমুখী প্রবণতার পর সূচকের স্বাভাবিক মুনাফা গ্রহণ ও দর সংশোধন ইতিবাচক হিসেবেই বিবেচিত হচ্ছে। বিনিয়োগকারীদের অংশগ্রহণও বজায় থাকায় বাজার স্থিতিশীলতার দিকে অগ্রসর হচ্ছে বলে মনে করছেন তারা।

Share
নিউজটি ১৬৯ বার পড়া হয়েছে ।
Tagged