সহযোগী কোম্পানিতে সম্পদ হস্তান্তরের সিদ্ধান্ত

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ৬, ২০২২ ১২:২৮:৫২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ন্যাচারল মেডিসিন ডিভিশনের সম্পদের একাংশ সহযোগী প্রতিষ্ঠান ‘ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড’ এর কাছে হস্তান্তর করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। এই সম্পদের আর্থিক মূল্য ২০ কোটি ৮১ লাখ ৬৯ হাজার ৬৭০ টাকা।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির ন্যাচারাল মেডিসিনের ব্যবসা আরও ভালো ভাবে পরিচালনার জন্য এ সম্পদ হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড ন্যাচারাল মেডিসিন উৎপাদন ও বাজারজাত সংক্রান্ত ব্যবসা পরিচালনা করছে। এই সম্পদ হস্তান্তরের লক্ষ্যে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির তার সহযোগী কোম্পানি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের সাথে একটি চুক্তি হয়েছিলো। আজ অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সেই চুক্তির অনুমোদন দেয়া হয়েছে।

আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠেয় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির বার্ষিক সাধারণ সভায় এ সংক্রান্ত একটি স্পেশাল রেজ্যুলেশন উপস্থাপন করা হবে। শেয়ারহোল্ডাররা তা অনুমোদন করলে সিদ্ধান্তটি কার্যকর হবে।

 

Share
নিউজটি ১৭০ বার পড়া হয়েছে ।
Tagged