অস্থিরতায় অভিভাবকহীন পুঁজিবাজার

সাইডলাইনের বিনিয়োগকারীদের ফেরাবে কে?

সময়: সোমবার, জুলাই ২৯, ২০২৪ ১০:৪০:৪৩ পূর্বাহ্ণ

বর্তমান সরকার দায়িত্ব পালনের পর থেকে এবারই সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। চারিদিকে গুম,হত্যা, কারফিউ, আন্দোলন, রাষ্ট্রীয় সম্পদের ব্যাপক ক্ষতির মধ্যে দিন কাটাচ্ছেন দেশবাসী। পরিস্থিতি অনুকূলে আনতে ইন্টারনেট বন্ধসহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার। তবুও যেন শঙ্কা কাটছে না। একের পর আন্দোলনের হুমকি বারংবার সরকারকে বিপাকে ফেলতে চাইছে। যার পুরো নেতিবাচক প্রভাব দেশের পুঁজিবাজারের ওপর পড়েছে। যদিও দেশের পুঁজিবাজারের মন্দা পরিস্থিতি অনেকদিন ধরেই চলছে; তারওপর রাজনৈতিক অস্থিরতা মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। একপ্রকার অভিভাবকশূণ্য হয়ে পড়েছে দেশের পুঁজিবাজার। ইন্টারনেট পরিপূর্ণ চালু না হওয়ায় লেনদেন করতে বিনিয়োগকারীদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়া বড় পুঁজির বিনিয়োগকারীরা সাইডলাইনে বসে রয়েছেন। দেশের পরিস্থিতি পুরোপুরি অনুকূলে না আসলে কেউই নতুন বিনিয়োগে সাহস পাচ্ছেন না। এছাড়া বিভিন্ন সিকিউরিটিজ হাউজ পুঁজিবাজারে মূল ব্যবসা বাদ দিয়ে অন্যান্য হাউজিং ব্যবসায় জড়িয়ে পড়েছে। ৫৭টি স্টক ব্রোকার ও ডিলার প্রতিষ্ঠান তাদের মূল ব্যবসার বাইরে ব্যাংকে আমানত, জমি কেনা, একই গ্রুপের অন্য প্রতিষ্ঠানকে ঋণ প্রদান, অতালিকাভুক্ত কোম্পানিতে বিনিয়োগ, পরিচালকদের গাড়ি কেনার জন্য ঋণসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে। শেয়ারবাজারের বাইরে এসব প্রতিষ্ঠানের বিনিয়োগের পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা। অর্থাৎ হাউজগুলো নিজেও টিকে থাকতে কিংবা শেয়ারবাজারের প্রতি আস্থা হারিয়ে অন্য খাতে বিনিয়োগ করে যাচ্ছে। অনেক বিনিয়োগকারী নিজেদের পোর্টফোলিও দেখাও বন্ধ করে দিয়েছে। বাজারে প্রতিদিন নিয়ম করে লেনদেন হয়। কিন্তু বিনিয়োগকারীদের সেই প্রাণবন্ত আচরণ আর দেখা যায় না। দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে বর্তমান সরকার যেমন কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছে। তেমনি পুঁজিবাজারের পরিস্থিতিও স্বাভাবিক করতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকেও কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সাইডলাইনে যেসকল বিনিয়োগকারী হাতে পুঁজি নিয়ে বসে রয়েছেন তাদের সঙ্গে কাউন্সিলিং করে সক্রিয় করতে হবে। শেয়ারবাজার ভালো থাকলে ব্যক্তি বিনিয়োগকারী থেকে শুরু করে সকল স্তরের বিনিয়োগকারীরা ভালো থাকবে।

Share
নিউজটি ৩৪৫ বার পড়া হয়েছে ।
Tagged