সাধারণ বিমায় ব্যক্তি এজেন্ট লাইসেন্স বাতিলের পথে আইডিআরএ

সময়: সোমবার, ডিসেম্বর ১, ২০২৫ ১১:৩৭:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: দেশের নন-লাইফ বিমা খাতে ব্যক্তি এজেন্ট ব্যবস্থার লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ বিষয়ে আগামী ৫ ডিসেম্বরের মধ্যে সব সাধারণ বিমা কোম্পানিকে তাদের ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিতের প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। এসব প্রস্তাব জমা পড়ার পর আইডিআরএ ব্যক্তি এজেন্ট কমিশন শূন্য শতাংশ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে।

সোমবার (১ ডিসেম্বর) জারি করা আইডিআরএ’র নির্দেশনায় কমিশন শূন্যকরণ প্রক্রিয়ায় কোম্পানিগুলোর করণীয় বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। নির্দেশনায় স্বাক্ষর করেন সংস্থার নন-লাইফ বিভাগের উপ-পরিচালক মো. সোলায়মান।

নির্দেশনায় বলা হয়েছে, প্রজ্ঞাপন জারির পর কোনো নন-লাইফ কোম্পানি কমিশন প্রদানের নিয়ম লঙ্ঘন করছে কি না তা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হবে।

লোকবল সংকটের কারণে এই তদারকিতে আইডিআরএকে সহায়তা করতে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-কে পৃথক একটি ভিজিল্যান্স টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী এই টিম আইডিআরএকে অনিয়মের তথ্য সরবরাহ করবে এবং পরে কর্তৃপক্ষ তা যাচাই করে বিমা আইন ২০১০ অনুযায়ী ব্যবস্থা নেবে।

এর আগে গত ২৫ নভেম্বর আইডিআরএ, বিআইএ এবং সাধারণ বিমা কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ব্যক্তি এজেন্ট বাতিল সংক্রান্ত বিষয়টি বিস্তারিত আলোচিত হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন নির্দেশনা বাস্তবায়নে সব নন-লাইফ বিমা কোম্পানিকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

Share
নিউজটি ৬৫ বার পড়া হয়েছে ।
Tagged