সাধারণ বীমায় কমিশন ভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত বিআইএ’র

সময়: সোমবার, জুলাই ২৯, ২০১৯ ৫:৩২:৫৬ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সাধারণ বীমা কোম্পানিতে কমিশন ভিত্তিতে কোন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এ ধরনের কোনো নিয়োগ থাকলে তা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে বাতিল করতে হবে। এ ক্ষেত্রে শুধু বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) লাইসেন্সধারী এজেন্টকে ১৫ শতাংশ কমিশন দিতে হবে।
গত শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে সাধারণ বীমা কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিআইএ’র সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ১৫ শতাংশের বেশি কমিশন বন্ধের বিষয়ে গত ১৯ জুন সকল সাধারণ বীমা কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তগুলো পর্যালোচনা করা হয়। একই সঙ্গে আইডিআরএ এবং বিআইএ’র নেয়া পদক্ষেপগুলো সভায় উপস্থিত সকল সদস্যকে অবহিত করা হয়।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৫৩৫ বার পড়া হয়েছে ।
Tagged