সাপ্তাহিক গেইনারের শীর্ষে ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স

সময়: শনিবার, জানুয়ারি ৭, ২০২৩ ১:০১:৫৬ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০১-০৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে ইসলামি কমার্শিয়াল ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহের শুরুতে ইসলামি কমার্শিয়াল ইন্সুরেন্সেরউদ্বোধনী দর ছিল ২৮ টাকা ১০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৪৪ টাকা ৯০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১৬ টাকা ৮০ পয়সা বা ৫৯.৭৯ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সী-পার্ল হোটেলের ১৩.৬৬ শতাংশ,প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৯.৬১ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৮.৭১ শতাংশ, আরএসআরএম স্টিলের ৭.২৩ শতাংশ, পদ্মা লাইফ ইন্সুরেন্সের ৬.১৫ শতাংশ, পপুলার লাইফ ইন্সুরেন্সের ৬.১৫ শতাংশ, প্রাইম লাইফ ইন্সুরেন্সের ৫.৯৯ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ৫.৬০ শতাংশ এবং সোনালী লাইফ ইন্সুরেন্সের শতাংশ দর বেড়েছে।

 

Share
নিউজটি ১৩২ বার পড়া হয়েছে ।
Tagged