সাপ্তাহিক গেইনারের শীর্ষে জেএমআই হসপিটাল

সময়: শনিবার, জানুয়ারি ১৪, ২০২৩ ৩:৪৭:৫২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৮-১২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে জেএমআই হসপিটালের। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহের শুরুতে জেএমআই হসপিটালের উদ্বোধনী দর ছিল ৭২ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে৯৩ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ২১ টাকা বা ২৯.০৫ শতাংশ।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপারের ১৬.২৪ শতাংশ,ইস্টার্ন হাউজিং ১২.৯৭ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১২.৯৭ শতাংশ, নাভানা ফার্মার ১২.১৭ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ১১.৮৭ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ১০.৪৯ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৯.৯১ শতাংশ, এডিএন টেলিকমের ৯.৭৯ শতাংশ এবং আমরা নেটওয়ার্কের ৯.৭২ শতাংশ দর বেড়েছে।

 

Share
নিউজটি ১৬৭ বার পড়া হয়েছে ।
Tagged