সাপ্তাহিক দর পতনের শীর্ষে প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স

সময়: শুক্রবার, জুলাই ১৪, ২০২৩ ২:১৪:৪৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৯- ১৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকায় শীর্ষ স্থানে স্থান নিয়েছে।

সপ্তাহের শুরুতে প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের উদ্বোধনী দর ছিল ৯৯ টাকা ১০ পয়সা। আর শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ৮৩ টাকা ৭০ পয়সা। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর কমেছে ১৫ টাকা ৪০ পয়সা বা ২৪.৬১ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দর পতন তালিকার শীর্ষে উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী লাইফ ইন্সুরেন্সের দর কমেছে ১৪.৭৩ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ১১.৮১ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ১১.৮০ শতাংশ, প্রাইম লাইফ ইন্সুরেন্সের ১১.৪৬ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ১১.০৪ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের ৯.৫৩ শতাংশ, পপুলার লাইফ ইন্সুরেন্সের ৮.৭৮ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৮ শতাংশ এবং ক্রিস্টাল ইন্সুরেন্সের ৭.৬২ শতাংশ।

 

Share
নিউজটি ৭৬ বার পড়া হয়েছে ।
Tagged