ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

সাপ্তাহিক দর পতনের শীর্ষে খান ব্রাদার্স

সময়: শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩ ১:৩৪:৪৪ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৪-২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে খান ব্রাদার্স পিপি ব্যাগ ইন্ডাষ্ট্রিজের। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকায় শীর্ষ স্থানে স্থান নিয়েছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১২.৯৭ শতাংশ। শেয়ারবাজার পর্যালোচনায় স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএসইর সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ক্রিস্টাল ইন্সুরেন্সের ১১.৭২ শতাংশ, ইস্টার্ন ইন্সুরেন্সের ১১.১৯ শতাংশ, মার্কেন্টাইল ইন্সুরেন্সের ১০.৪৪ শতাংশ, ফু-ওয়াং ফুডের ১০.১২ শতাংশ, জনতা ইন্সুরেন্সের ৯.৫২ শতাংশ, এমারেন্ড ওয়েলের ৯.৪৬ শতাংশ, আলিফ ইন্ডাষ্ট্রিজের ৯.২৩ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্সের ৯.২১ শতাংশ এবং দেশ জেনারেল ইন্সুরেন্সের ৯.২০ শতাংশ শেয়ারদর কমেছে।

 

Share
নিউজটি ১১৮ বার পড়া হয়েছে ।
Tagged