নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২২-২৬ ডিসেম্বর’২৪) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ১৫.৬৫ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১১ টাকা ৫০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৯ টাকা ৭০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১ টাকা ৮০ পয়সা।
সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুন্নু এগ্রোর শেয়ার দর কমেছে ১৩.৯৪ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৪১৭ টাকা ৫০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩৫৯ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৫৮ টাকা ২০ পয়সা।
১১.৫৪ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২ টাকা ৬০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৩০ পয়সা।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিআইএফসির ১১.২৪ শতাংশ, যমুনা অয়েলের ১০.২৭ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ১০.০০ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৯.০৯ শতাংশ, আইসিবি এমপ্লয়িজ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.০৯ শতাংশ, ম্যাকসন স্পিনিংয়ের ৮.৯৬ শতাংশ এবং বিডি ওয়েল্ডিংয়ের ৮.৪১ শতাংশ দর কমেছে।


