দুই ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড

সময়: শুক্রবার, ডিসেম্বর ২২, ২০২৩ ৩:১৬:৪৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৭-২১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট দর বেড়েছে ৩০.০০ শতাংশ।

ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ২২.০৮ শতাংশ।

১৬.৪৯ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- কোহিনুর কেমিক্যালের ১৬.৪৬ শতাংশ, এনসিসি ব্যাংক রিমিটেড মিউচ্যুয়াল ফান্ডের ১৫.৭১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১৩.৪৯ শতাংশ, কে অ্যান্ড কিউ এর ১১.৭১ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ১০.৮৩ শতাংশ, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কীম অফ রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডের ১০.১০ শতাংশ এবং খান ব্রাদার্সেও ৯.৬৩ শতাংশ দর বেড়েছে।

 

 

Share
নিউজটি ১০২ বার পড়া হয়েছে ।
Tagged