সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রূপালী ইন্স্যুরেন্স

সময়: শুক্রবার, জানুয়ারি ৫, ২০২৪ ৯:২৯:০৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০১-০৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৭.২৮ শতাংশ।

ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দর বেড়েছে ১৫.৮৬ শতাংশ।

৮.৬২ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৮.১২ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৮.০২ শতাংশ, ইয়াকিন পলিমারের ৭.৮৯ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৭.৭১ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৭.২২ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৭.১৪ শতাংশ এবং কে অ্যান্ড কিউ এর ৫.১৮ শতাংশ দর বেড়েছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০১-০৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট দর কমেছে ১৪.৮৯ শতাংশ।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় থাকা অলিম্পিক এক্সেসরিজের শেয়ার দর কমেছে ১৪.১৩ শতাংশ।

১২.৯০ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খুলনা প্রিন্টিংয়ের ১২.০৪ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৯.৮৬ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৯.৩৩ শতাংশ, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৮.৫৪ শতাংশ, ইন্দোবাংলা ফার্মার ৮.৪৭ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৮.৪২ শতাংশ এবং জিকিউ বলপেনের ৮.২৩ শতাংশ দর কমেছে।

 

 

 

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে সি পার্ল বিচ রিসোর্ট
নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০১-০৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭২ লাখ ৬৮ হাজার ৮২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭১ কোটি ৪৫ লাখ ৪৯০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৪৭৮ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ২৫ লাখ ৭ হাজার ৭৩৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৫ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.০৯ শতাংশ।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ২১ লাখ ৫৫ হাজার ৬৪২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫২ কোটি ২৯ লাখ ৩০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.২৭ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ৪৯ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা, খুলনা প্রিন্টিংয়ের ৪৪ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকা, ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৪৪ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা, সেন্ট্রাল ফার্মার ৩৭ কোটি ৩ লাখ টাকা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৩৪ কোটি ২৪ লাখ টাকা, খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৩২ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা এবং এমারেল্ড অয়েলের ৩০ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

সপ্তাহজুড়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহজুড়ে (০১-০৪ জানুয়ারি) ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) পিই রেশিও (সার্বিক মূল্য আয় অনুপাত) বেড়েছে। আগের সপ্তাহের তুলনায় ডিএসইর পিই রেশিও ০.০৭ শতাংশ বা দশমিক ০.০১ পয়েন্ট বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে ডিএসইর পিই রেশিও ১৩.১৩ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৩.১২ পয়েন্ট।

খাতভিত্তিক হিসাবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬.৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১২.১ পয়েন্ট, সিরামিকস খাতে ৪৫.০ পয়েন্ট, প্রকৌশল খাতে ৩৬.৪ পয়েন্ট, আর্থিক খাতে ৫৩.৯ পয়েন্ট, খাদ্য খাতে ১৭.৭ পয়েন্ট, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১৫.৩ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৭.৫ পয়েন্ট, আইটি খাতে ২৩.৬ পয়েন্ট, পাট খাতে ৪১.৪ পয়েন্ট, বিবিধ খাতে ৪৩.২ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩৭.১০ পয়েন্ট, কাগজ খাতে ২৫.২ পয়েন্ট, ওষুধ খাতে ১৫.০ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ২৪.৫ পয়েন্ট, ট্যানারি খাতে ৪৩.৮ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতে ২৬.৮ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১৪.৩ ও বস্ত্র খাতে ২৭.৮ পয়েন্ট অবস্থান করছে।

 

সাপ্তাহিক রিটার্নে ১০ খাতে দর কমেছে
নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০১-০৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১০ খাতে দর কমেছে। অন্যদিকে দর কমেছে ৭ খাতে। আর দর অপরিবর্তিত রয়েছে ৩ খাতে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে মিউচুয়্যাল ফান্ড খাতে। এই খাতে ১.৯০ শতাংশ দর কমেছ। ১.৩০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পেপার ও প্রিান্টিং ১.০০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে তথ্য প্রযুক্তি খাত।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- লাইফ ইন্স্যুরেন্স খাতে ০.৮০ শতাংশ, সিরামিক খাতে ০.৭০ শতাংশ, সিমেন্ট খাতে ০.৭০ শতাংশ, বস্ত্র খাতে ০.৩০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ০.১০ শতাংশ এবং প্রকৌশল খাতে ০.১০ শতাংশ দর কমেছে।

অন্যদিকে সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর বেড়েছে জেনারেল ইন্স্যুওেহ্ন খাতে। এ খাতে গত সপ্তাহে দও বেড়েছে ২.৩০ শতাংশ।

এছাড়া, পাট খাতে ১.৫০ শতাংশ, বিবিধ খাতে ১.০০ শতাংশ, ভ্রমন ও অবকাশ খাতে ০.৫০ শতাংশ, ব্যাংক খাতে .১০.০০ শতাংশ, আর্থিক খাতে ১০.০০ শতাংশ এবং খাদ্য ও আনুষঙ্গিক ১০.০ শতাংশ দর বেড়েছে।

বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি লেনদেন কমেছে
নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০১-০৪ জানুয়ারি ’২০২৪) সূচকের পাশাপাশি লেনদেন কমেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক্ এক্সচেঞ্জে (ডিএসই)। তবে আলোচ্য সপ্তাহে বাজার মূলধন বেড়েছে বেড়েছে। বিদায়ী সপ্তাহে ৩১ ডিসেম্বর ব্যাংক ক্লোজিংয়ের কারণে শেয়ারবাজার বন্ধ থাকায় মাত্র ৪ কার্যদিবস লেনদেন হয়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২.৩৩ পয়েন্ট বা ০.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৪৪.১৭ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১.৩২ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৬২.৮১ পয়েন্টে ।

ডিএসই-৩০ সূচক ০.৪৩ পয়েন্ট বা ০.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৯৪.২৬ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭২টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭২টি, কমেছে ৯৯টি এবং অপরিবর্তিত রয়েছে ২০১টির শেয়ার ও ইউনিট দর।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৮৪টি শেয়ার ৪ লাখ ৬৩ হাজার ৪২৮বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৭ কোটি ২৭ লাখ ৭০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল দুই হাজার ১৬ কোটি ৪৬ লাখ ১০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪১৯ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা বা ২০.৭৯ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৮০ হাজার ৮৪৯ কোটি ৬৩ লাখ ১০ হাজার ৬৭৩ টাকায়।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮১ হাজার ৭৯ কোটি ৬৬ লাখ ৭২ হাজার ৮০৯ টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ২৩০ কোটি ৩ লাখ ৬২ হাজার ১৩৬ টাকা বেড়েছে ০.০৩ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১.৬০ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫০৮.৫৩ পয়েন্টে।

সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৭.৮২ পয়েন্ট বা ০.০৭ শতাংশ, সিএসই-৫০ সূচক ০.৪৪ পয়েন্ট বা ০.০৩ শতাংশ এবং সিএসআই সূচক ১.৩৬ পয়েন্ট বা ০.১১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ১১ হাজার ৬৮.৫৮ পয়েন্টে, এক হাজার ২৯৯.৪৩ পয়েন্টে এবং এক হাজার ১৭৮.৬৫ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ২.০২ পয়েন্ট বা ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩০৪.৫২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৩টি, কমেছে ৮৫টি এবং অপরিবর্তিত রয়েছে ১৫৩টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩১ কোটি ১৩ লাখ ৯২ হাজার ২৯৫ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৬ কোটি ৭০ লাখ ১৮ হাজার ৪৫৬ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৫ কোটি ৫৬ লাখ ২৬ হাজার ১৬১ টাকা বা ৩৩.৩২ শতাংশ কমেছে।

 

Share
নিউজটি ৬৩ বার পড়া হয়েছে ।
Tagged