দুই ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

সাপ্তাহিক দর পতনের শীর্ষে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

সময়: শুক্রবার, জানুয়ারি ৫, ২০২৪ ৯:৪১:০৪ অপরাহ্ণ


 

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০১-০৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট দর কমেছে ১৪.৮৯ শতাংশ।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় থাকা অলিম্পিক এক্সেসরিজের শেয়ার দর কমেছে ১৪.১৩ শতাংশ।

১২.৯০ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খুলনা প্রিন্টিংয়ের ১২.০৪ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৯.৮৬ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৯.৩৩ শতাংশ, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৮.৫৪ শতাংশ, ইন্দোবাংলা ফার্মার ৮.৪৭ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৮.৪২ শতাংশ এবং জিকিউ বলপেনের ৮.২৩ শতাংশ দর কমেছে।

 

 

 

 

Share
নিউজটি ৬৮ বার পড়া হয়েছে ।
Tagged