সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে জেএমআই হসপিটাল

সময়: শনিবার, এপ্রিল ২৩, ২০২২ ২:৩৫:২৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৭-২১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে সদ্য তালিকাভুক্ত হওয়া জেএমআই হসপিটালের। যে কারণে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহের শুরুতে জেএমআই হসপিটালের দর ছিল ৫১ টাকা ৪০ পয়সা। আর সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৭৪ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২৩ টাকা ১০ পয়সা বা ৪৪.৯৪ শতাংশ। এর মাধ্যমে জেএমআই হসপিটাল ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ শিপিং কর্পোরেশনর ১১.৯৭ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ১০.৯০ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ১০.৮২ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৯.৬৯ শতাংশ, ক্রাউন সিমেন্টের ৯.০২ শতাংশ, ইনটেক লিমিটেডের ৮.৮০ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ৭.৯০ শতাংশ, বিকন ফার্মার ৬.৮৯ শতাংশ এবং লংকাবাংলা ফাইন্যান্সের ৬.৬৭ শতাংশ দর বেড়েছে।

 

Share
নিউজটি ২০৭ বার পড়া হয়েছে ।
Tagged