সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৮ খাতের

সময়: শনিবার, জুন ১১, ২০২২ ৪:০৬:৩৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (৫-৯ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৮ খাতের। দর বাড়াতে এই ৮ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে মুনাফায় রয়েছেন। খাতগুলো হলো- সাধারণ বিমা, সিরামিক, মিউচুয়াল ফান্ড, ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি, প্রকৌশল, টেলিকমিউনিকেশন এবং ট্যানারী। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা পেয়েছেন সাধারণ বিমা খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ১১.৫০ শতাংশ। তবে খাতটিতে সপ্তাহের প্রথমভাগে বড় চাঙ্গাভাব থাকলেও শেষের দুই দিন বড় পতনে ছিল। সোমবার ও রোববার সাধারণ বিমার প্রায় সব কোম্পানি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ চুড়ায় লেনদেন হয়েছে। তবে পরের দুই দিন সাধারণ বিমার কোম্পানিগুলো সার্কিট ব্রেকারের সর্বনিম্ন কিনারায় লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন সিরামিক খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ৪.৫০ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন মিউচুয়াল ফান্ড খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ৩.৯০ শতাংশ।

এছাড়া, বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন ব্যাংক খাতে ১.৮০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.৯০ শতাংশ, প্রকৌশল খাতে ০.৮০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ০.৬০ শতাংশ এবং ট্যানারী খাতে ০.৬০ শতাংশ।

 

Share
নিউজটি ১৭৫ বার পড়া হয়েছে ।
Tagged