সাপ্তাহিক রিটার্নে লোকসান কমেছে বিনিয়োগকারীদের

সময়: শনিবার, এপ্রিল ২, ২০২২ ১:০৯:২১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৭-৩১মার্চ’২২) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ৭ খাতে। অর্থাৎ সাপ্তাহিক রিটার্নে দর কমা কোম্পানির সংখ্যা কম হওয়া লোকসানও কমেছে। বিদায়ী সপ্তাহে সাপ্তাহিক রিটার্নে দর কমা খাতগুলো হলো- লাইফ ইন্স্যুরেন্স, বিবিধ, ব্যাংক, সেবা ও আবাসন, তথ্য প্রযুক্তি, বস্ত্র এবং খাদ্য ও আনুষঙ্গিক। সাপ্তাহিক রিটার্নে এসব খাতে দর কমাতে লোকসানে রয়েছে বিনিয়োগকারীরা। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।

জানা যায়, সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর কমেছে লাইফ ইন্স্যুরেন্স খাতে। বিদায়ী সপ্তাহে এ খাতে দর কমেছে ২.৫০ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে বিবিধ খাত। এ খাতে বিদায়ী সপ্তাহে সাপ্তাকি রিটার্নে দর কমেছে ১.৭০ শতাংশ।

সাপ্তাহিক রিটার্নে অন্য কোম্পানিগুলোর মধ্যে- ব্যাংক খাতে ১.৪০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১.২০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ০.৫০ শতাংশ, বস্ত্র খাতে ০.৩০ শতাংশ এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.২০ শতাংশ শতাংশ দর কমেছে। বিদায়ী সপ্তাহে সাপ্তাহিক রিটার্নে দর অপরিবর্তিত রয়েছে মিউচ্যুয়াল ফান্ড খাতের।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২১২ বার পড়া হয়েছে ।
Tagged