সাপ্তাহিক রিটার্নে ৬ খাতে লোকসান বিনিয়োগকারীদের

সময়: রবিবার, মার্চ ৩০, ২০২৫ ১২:০৫:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৩-২৭ মার্চ’২৫) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ৬ খাতে। এর ফলে এই ৬ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছে। একই সময়ে সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১১ খাতে। এছাড়া আলোচ্য সময়ে দর অপরিবর্তিত রয়েছে ৩ খাতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে কাগজ ও প্রকাশনা খাতে। বিদায়ী সপ্তাহে এই খাতে দর কমেছে ১.৭০ শতাংশ। ০.৮০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তথ্য প্রযুক্তি ও বস্ত্র খাত। একই সময়ে ০.৬০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে পাট খাত।

লোকসান হওয়া অন্য খাতের মধ্যে- ভ্রমণ ও অবকাশ খাতে ০.৪০ শতাংশ এবং প্রকৌশল খাতে ০.৩০ শতাংশ দর কমেছে।

 

 

Share
নিউজটি ২৩১ বার পড়া হয়েছে ।
Tagged