সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে জেএমআই সিরিঞ্জ

সময়: শনিবার, অক্টোবর ২৯, ২০২২ ৩:৪৪:৩৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লুজার শীর্ষে জেএমআই সিরিঞ্জ অবস্থান করছে। বিদায়ী সপ্তাহে (২৩-২৭ অক্টোবর) কোম্পানিটির সবচেয়ে বেশি দর কমেছে জেএমআই সিরিঞ্জের। যে কারণে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহের শুরুতে জেএমআই সিরিঞ্জের উদ্বোধনী দর ছিল ৪৭২ টাকা ৭০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৩৮০ টাকা ৫০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৯২ টাকা ৯০ পয়সা বা ১৯.৫০ শতাংশ। এর মাধ্যমে জেএমআই সিরিঞ্জ ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আরামিট লিমিটেডের ১৫.৬৮ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ১৪.৬৮ শতাংশ, বিডি ল্যাম্পসের ১৩.৯৯ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ১৩.৯৪ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ১৩.১১ শতাংশ, ইন্টার্ন লুব্রিক্যান্টসের ১২.২৩ শতাংশ, এএমসিএল প্রাণের ১১.৮৮ শতাংশ, জেএমআই হসপিটালের ১০.৭২ শতাংশ এবং এপেক্স ফুডসের ৯.৯২ শতাংশ দর কমেছে।

 

Share
নিউজটি ২৫৩ বার পড়া হয়েছে ।
Tagged