সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সময়: শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪ ৭:৫৩:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২২-২৬ ডিসেম্বর’২৪) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে ওরিয়ন ইনফিউশন।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮২ কোটি ৪৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৭.০৩ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২০ কোটি ৬২ লাখ ৩০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৪২৪ টাকা ৮০ পয়সা।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়েটা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৫ কোটি ৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৮৪ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১১ কোটি ২৫ লাখ ৯০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৮ টাকায়।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪০ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৪৮ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১০ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৯৪ টাকা ৫০ পয়সায়।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মার ৩৭ কোটি ১৬ লাখ টাকা, জিপিএইচ ইস্পাতের ২৭ কোটি ৫৬ লাখ টাকা, ফাইন ফুডসের ২৬ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টাকা, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের ২৬ কোটি ৫৮ লাখ ৪০ হাজার টাকা, খান ব্রাদার্সের ২৬ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২০ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা এবং আইসিবির ২০ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ২৭১ বার পড়া হয়েছে ।
Tagged