সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড

সময়: শনিবার, অক্টোবর ৩০, ২০২১ ১:০৫:৩২ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২৪-২৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮৩৯ কোটি ৯২ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ৮ লাখ ৩১ হাজার ৩৯৩টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১১.১২ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডেলটা লাইফ ইন্সুরেন্স। কোম্পানিটির ১ কোটি ৯৪ লাখ ১৬ হাজার ৩৯৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৩০ কোটি ৮৯ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির ৩ কোটি ২৩ লাখ ৩৪ হাজার ১৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬০ কোটি ৬৩ লাখ ৭০ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আইএফআইসি ব্যাংক ৩২৯ কোটি ৪৭ লাখ ৮৭ হাজার টাকার, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ২৮৩ কোটি ১২ লাখ ১০ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ২৫১ কোটি ২৭ লাখ ৫ হাজার টাকার, ফরচুন সুজের ২৪১ কোটি ১৮ লাখ ৬৫ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ২২২ কোটি ৬০ লাখ ২৭ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ১৭২ কোটি ৭৬ লাখ ৮২ হাজার টাকার, স্কয়ার ফারমার ১৫১ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকার টাকার লেনদেন হয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৫০ বার পড়া হয়েছে ।
Tagged