সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফরচুন সুজ

সময়: শনিবার, এপ্রিল ২, ২০২২ ১:০৫:৪৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৭-৩১ মার্চ’২২) ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করছে ফরচুন সুজ লিমিটেড। সপ্তাহে কোম্পানিটির ডিএসইতে ২ কোটি ৬৬ লাখ ৪৪ হাজার ৪টি শেয়ার ৩৬৫ কোটি ৯৭ লাখ ২৩ হাজার টাকায় লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সাপ্তাহিক লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির এক কোটি ৬৮ লাখ ৯০ হাজার ৭৭৫টি শেয়ার ২৬২ কোটি ৩১ লাখ ১৯ হাজার টাকায় লেনদেন হয়।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- জেনেক্স ইনফোসিসের ১৯০ কোটি ২২ লাখ ৯০ হাজার টাকা, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ১৭২ কোটি ৭৬ লাখ ৯৯ হাজার টাকা, লাফার্জহোলসিমের ১২৭ কোটি ১৩ লাখ ৯৭ হাজার টাকা, ওরিয়ন ফার্মার ১২৩ কোটি ৪০ লাখ ৮৬ হাজার টাকা, বিডিকম অনলাইনের ১২০ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকা, প্রিমিয়ার ব্যাংকের ৮৫ কোটি ৮৮ লাখ ২২ হাজার টাকা, বিডি ল্যাম্পসের ৮১ কোটি ৮৪ লাখ ৩৯ হাজার টাকা এবং আমরা টেকনোলোজিসের ৭৭ কোটি ৭২ লাখ ৫৩ হাজার টাকার লেনদেন হয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ১৮৬ বার পড়া হয়েছে ।
Tagged