সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড

সময়: শনিবার, জুলাই ২৩, ২০২২ ৪:০২:২৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৭-২১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৪৫ কোটি ৫৮ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির এক কোটি ১৯ লাখ ২৩ হাজার ২৩০টি শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপার। কোম্পানিটির ১৫ লাখ ৭০ হাজার ২১২টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ৯৮ কোটি ১৯ লাখ ৪১ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫০ লাখ ১৪ হাজার ৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৫ কোটি ৪৯ লাখ ২৯ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইন্ট্রাকো রি-ফুয়েলিংয়ের ৬১ কোটি ৫২ লাখ ২১ হাজার টাকা, কেডিএস এক্সেসরিজের ৬০ কোটি ৪ লাখ ৪০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৫৬ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকা, তিতাস গ্যাসের ৫৫ কোটি ৫ লাখ ৫৪ হাজার টাকা, ফরচুন সুজের ৪৯ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকা, বিএটিবিসির ৩৫ কোটি ৪৫ লাখ ৫১ হাজার টাকা এবং শাইনপুকুর সিরামিকসের ৩৪ কোটি ৭২ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

 

Share
নিউজটি ১৬৬ বার পড়া হয়েছে ।
Tagged