সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

সময়: শনিবার, জুলাই ৩০, ২০২২ ২:৫২:২৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২৪-২৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৯৪ কোটি ১১ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৬৭ লাখ ১১ হাজার ৫৭৮টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.১২ শতাংশ।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মতিন স্পিনিং। কোম্পানিটির ১ কোটি ২২ লাখ ৮০ হাজার ৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৫ কোটি ১৫ লাখ ২৮ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে কেডিএস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ২২ লাখ ২২ হাজার ৩৮৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৪ কোটি ৫৭ লাখ ২২ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজের ৬৫ কোটি ৪০ লাখ ৫ হাজার টাকার, আইপিডিসি ফাইন্যান্সের ৬০ কোটি ৫৪ লাখ ২৫ হাজার টাকার, সোনালী পেপারের ৫৮ কোটি ৬৮ লাখ ৮৮ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৫৩ কোটি ১০ লাখ ৩০ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ৫২ কোটি ২৬ লাখ ১ হাজার টাকার, স্কয়ার টেক্সটাইলের ৪৩ কোটি ৫৭ লাখ ৪২ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকসের ৪১ কোটি ১৬ লাখ ৫৯ হাজার টাকার লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ২২৮ বার পড়া হয়েছে ।
Tagged