সাপ্তাহিক লেনদেনের শীর্ষ বেক্সিমকো

সময়: শনিবার, অক্টোবর ২২, ২০২২ ১০:৫৫:২২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৬-২০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৮৬ কোটি ৪১ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৯ লাখ ৭২ হাজার ৯৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৬৬ শতাংশ।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৫৯ লাখ ১২ হাজার ৯০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৪৮ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৬৯ লাখ ৭১ হাজার ১২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৩৫ কোটি ৫০ লাখ ২৩ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২১৬ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ১৫৪ কোটি ৪৬ লাখ ১৩ হাজার টাকার, জেএমআই হসপিটালের ১৪৭ কোটি ৬৩ লাখ ৪৬ হাজার টাকার, পেপার প্রসেসিংয়ের ১১৪ কোটি ৫২ লাখ ৮২ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১১১ কোটি ৪৫ লাখ ৭৭ হাজার টাকার, কেডিএস এক্সেসরিজের ১১০ কোটি ২০ লাখ ৫ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১০৯ কোটি ৬৫ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ১৫১ বার পড়া হয়েছে ।
Tagged