সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সালভো কেমিক্যাল

সময়: শনিবার, ডিসেম্বর ১৭, ২০২২ ৩:৩০:০৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১১-১৫ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে সালভো কেমিক্যাল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৫৪৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭৫ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.১৫ শতাংশ।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো সিএনজি সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ১৬ লাখ ৫৪ হাজার ৬২১টিশেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪১ কোটি ৫৯ লাখ ৬৫ হাজার টাকা।

লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৮ লাখ ৮ হাজার ৪৬৭টিশেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৮ কোটি ৫৭ লাখ ২৬ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপারের ৮৬ কোটি ৭৯ লাখ ৭০ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসেস ৭৬ কোটি ৭১ লাখ ৭৪ হাজার টাকার, আমরা নেটওয়ার্কের ৭৪ কোটি ৯৬ লাখ ৭৯ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৭৩ কোটি ৯২ লাখ ৪০ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৭২ কোটি ৫০ লাখ ৩২ হাজার টাকার, মুন্নু এগ্রো মেশিনারির ৫৭ কোটি ৮৫ লাখ টাকার এবং ইস্টার্ন হাউজিংয়ের ৪৯ কোটি ৪৯ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ১৩৭ বার পড়া হয়েছে ।
Tagged