সাপ্তাহিক লেনদেনে শীর্ষে সী পার্ল রিসোর্ট

সময়: শুক্রবার, অক্টোবর ১৩, ২০২৩ ২:০৭:২২ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৮-১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে সী পার্ল রিসোর্ট লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৯ লাখ ৪ হাজার ৪০৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১২০ কোটি ২৭ লাখ ২০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.৯৭ শতাংশ।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৮৬ লাখ ৬১ হাজার ১৭৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯০ কোটি ৬৪ লাখ টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৫০ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৮ লাখ ৮২ হাজার ৭১৩৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৮ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৮৩ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সী ফুডের ৬২ কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকার, দেশবন্ধু পলিমারের ৬০ কোটি ৩৭ লাখ ২০ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশেনের ৫১ কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকার, রিপাবলিক ইন্সুরেন্সের ৪৮ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকার, ইউনিয়ন ইন্সুরেন্সের ৪৬ কোটি ৪৭ লাখ ৭০ হাজার টাকার, এমারেন্ড ওয়েলের ৪৫ কোটি ৩৬ লাখ ৩০ হাজার টাকার এবং সোনালী আঁশের ৩৯ কোটি ৩৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ৬৭ বার পড়া হয়েছে ।
Tagged