সাপ্তাহিক লেনদেনে শীর্ষে ফু-ওয়াং ফুড

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে ফু-ওয়াং ফুডস

সময়: শুক্রবার, নভেম্বর ১৭, ২০২৩ ১০:৫৮:০৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১২-১৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ১৮ লাখ ১৩ হাজার ৩৯৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭০ কোটি ৭৯ লাখ ৩০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.২৫ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ১৮ লাখ ১৩ হাজার ৩৯৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭০ কোটি ৭৯ লাখ ৩০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.২৫ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ব্যাগ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৬ লাখ ৪৪ হাজার ২৪০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৬ কোটি ৮৭ লাখ ৯০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.০৭ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে এমারেন্ড ওয়েল লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৫ লাখ ৩৮ হাজার ৫৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৪ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৯৯ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ৫৪ কোটি ৮৫ লাখ ৩০ হাজার টাকার, জেমিনি সী ফুডের ৫৩ কোটি ৪৫ লাখ টাকা, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৫২ কোটি ১০ লাখ ২০ হাজার টাকার, দেশবন্ধু পলিমারের ৪৮ কোটি ৪১ লাখ ৭০ হাজার টাকার, ইয়াকিন পলিমারের ৪৮ কোটি ১০ হাজার টাকার, প্যাসিপিক ডেনিমসের (পিডিএল) ৪৪ কোটি ৯০ হাজার টাকার এবং সেন্ট্রাল ফার্মার ৪৩ কোটি ৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ৫৮ বার পড়া হয়েছে ।
Tagged