সাপ্তাহিক লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সময়: শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০২৩ ১:৫৫:৫৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৪-২৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৫ লাখ ২৮ হাজার ৩৭০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০২ কোটি ৩৪ লাখ ৯০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.০৮ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৯০ লাখ ৩৬ হাজার ৯৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০০ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.০১ শতাংশ।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯১ লাখ ৮৯ হাজার ২৬৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯২ কোটি ১৭ লাখ ১০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৫৭ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অলিম্পিক এক্সেসরিজের ৮৬ কোটি ৮৬ লাখ ১০ হাজার টাকা, খুলনা প্রিন্টিংয়ের ৭৬ কোটি ৪৯ লাখ ৭০ হাজার টাকা, সেন্ট্রাল ফার্মার ৫৭ কোটি ৭১ লাখ ৩০ হাজার টাকা, ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৫৩ কোটি ৪৯ লাখ ৯০ হাজার টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৪৮ কোটি ৩৬ লাখ টাকা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং প্যাসিফিক ডেনিমসের ৩৫ কোটি ৮৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Share
নিউজটি ৮২ বার পড়া হয়েছে ।
Tagged