নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান সাফকো স্পিনিং মিলস লিমিটেড তার উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে এবং এ বন্ধ চলবে আরও আড়াই মাস। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটি আগামী ১৬ আগস্ট পর্যন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এই সময়ের মধ্যে ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঈদ-উল-আজহার সরকারি ছুটিও অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
সাফকোর পক্ষ থেকে বলা হয়েছে, দেশের বস্ত্র শিল্পে বিরাজমান অর্থনৈতিক অস্থিরতা, কাঁচামালের মূল্য বৃদ্ধি এবং সামগ্রিক অনিশ্চয়তার প্রেক্ষিতে কর্তৃপক্ষ উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি কোম্পানিটি ডিএসইকে জানায় যে, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী দুই মাসের জন্য উৎপাদন বন্ধ রাখা হবে। একই বছরের জুন মাসে আবার জানানো হয়, ১ জুলাই থেকে পুনরায় উৎপাদন চালু করা হবে। কিন্তু বাস্তবে তা বাস্তবায়িত হয়নি।
পরবর্তীতে, ডিএসই কর্তৃক পাঠানো একটি পরিদর্শক দল কারখানা পরিদর্শন করে তা বন্ধ অবস্থায় পায়। এই তথ্য ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মধ্যে কোম্পানিটির ভবিষ্যৎ কার্যক্রম ও পরিচালনাগত স্বচ্ছতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


