নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারদাম অস্বাভাবিকভাবে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা জারি করে ডিএসই জানিয়েছে, কোম্পানিটিতে বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারদামে এই অস্বাভাবিক উত্থানের বিষয়ে কোম্পানির কাছে কারণ জানতে চাওয়া হয়। উত্তরে সাফকো স্পিনিং কর্তৃপক্ষ জানায়, কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারদাম বৃদ্ধি পাচ্ছে।
তথ্য অনুযায়ী, ২২ জুলাই সাফকো স্পিনিংয়ের শেয়ারদর ছিল ১২ টাকা ৩ পয়সা। আর ৭ আগস্ট লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ১৪ টাকা ৭ পয়সায়। অর্থাৎ মাত্র ১১ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৪ পয়সা বা প্রায় ২০ শতাংশ।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, বিনিয়োগকারীদের উচিত শুধুমাত্র বাজারে গুজব বা স্বল্পমেয়াদী দরবৃদ্ধির প্রলোভনে বিনিয়োগ না করে কোম্পানির আর্থিক অবস্থা ও মৌলভিত্তিক তথ্য যাচাই করা।


