নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান সাফকো স্পিনিং মিলস লিমিটেডের কারখানা বন্ধ থাকার মেয়াদ আরও বাড়ানো হয়েছে। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো উৎপাদন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) দেওয়া তথ্যে জানা গেছে, সোমবার (১৮ আগস্ট) কোম্পানির পক্ষ থেকে এই ঘোষণা আসে।
এর আগে ৩ ফেব্রুয়ারি ডিএসইর তদন্ত দল সাফকোর কারখানায় পরিদর্শন চালিয়ে সেটি বন্ধ ঘোষণা করে। পরে বিষয়টি ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
সাফকো স্পিনিং কর্তৃপক্ষ গত ১২ ফেব্রুয়ারি জানায়, লোকসান কমানোর লক্ষ্যে ১ ফেব্রুয়ারি থেকে উৎপাদন বন্ধ রাখা হবে, যা মার্চ পর্যন্ত চলবে। তবে মেয়াদ শেষ হলেও উৎপাদন পুনরায় শুরু করা সম্ভব হয়নি।
এরপর প্রথম দফায় দুই মাসের জন্য উৎপাদন স্থগিতের মেয়াদ বাড়ানো হয়। দ্বিতীয় দফায় আরও আড়াই মাস বাড়িয়ে ১৬ আগস্ট পর্যন্ত কারখানা বন্ধ রাখা হয়। সর্বশেষ তৃতীয় দফায় আবারও দুই সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে কোম্পানিটি জানিয়েছে, আগামী ৩১ আগস্ট থেকে উৎপাদন শুরুর পরিকল্পনা রয়েছে।


