নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির অভিযোগে সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, তার স্ত্রী মেহবুবা আলম এবং কন্যা নুযায়মা মাহমুদের নামে থাকা ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এই নির্দেশনা জারি হয়। আবেদনটি করেন দুদকের সহকারী পরিচালক আল আমিন।
দুদকের দেওয়া তথ্য অনুযায়ী, স্বপনের নামে থাকা ২৮টি ব্যাংক হিসাব ও ৩২টি কোম্পানির মোট ২ লাখ ২১ হাজার ৫৬৪টি শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। একইসঙ্গে তার দুই কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৩০৭ শতাংশ জমি, একটি ফ্ল্যাট এবং একটি প্লটও জব্দের নির্দেশ দেওয়া হয়।
তার স্ত্রী মেহবুবার নামে থাকা দুই কোটি টাকার সম্পদও জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জয়পুরহাটের একটি দোতলা বাড়ি, গুলশানের একটি ফ্ল্যাট এবং ২৪৪ শতাংশ জমি।
এছাড়া স্বপন ও তার পরিবারের অন্যান্য সদস্যদের নামে থাকা ২৩টি প্রতিষ্ঠানে বিনিয়োগকৃত ৭৭ লাখ ৮৭ হাজার টাকার অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। কন্যা নুযায়মা মাহমুদের সাতটি কোম্পানির ১৪ হাজার ৯৭২টি শেয়ারও আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে।


